1. baiozidkhan@gmail.com : admin_bizp :
ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৩ শুরু - Business Protidin

ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৩ শুরু

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

বিজনেস প্রতিদিন ডেস্ক: শীতের আগমনী বার্তা এবং উৎসবের আমেজ নিয়ে দেশব্যাপী ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৩’ শুরু করেছে দেশের সুপারব্র্যান্ড ওয়ালটন। পূর্বের মতো ক্যাম্পেইনের এই সিজনেও ওয়ালটন ফ্রিজের ক্রেতাদের জন্য রয়েছে বিশেষ চমক।

ক্যাম্পেইনের আওতায় ‘ওয়ালটন নেক্সট লেভেল ডিল’ অফারে দেশের যেকোনো ওয়ালটন প্লাজা, পরিবেশক শোরুম ও অনলাইন সেলস প্ল্যাটফর্ম ই-প্লাজা থেকে যেকোনো মডেলের ফ্রিজ, টিভি, এয়ার কন্ডিশনার, ওয়াশিং মেশিন বা বিএলডিসি ফ্যান কিনলে ক্রেতারা পেতে পারেন ওয়ালটনের সাইড বাই সাইড ফ্রিজসহ হাজার হাজার পণ্য ফ্রি। এছাড়া প্রত্যেক ক্রেতার জন্য রয়েছে নিশ্চিত উপহার।

সম্প্রতি রাজধানীতে ওয়ালটন করপোরেট অফিসে আয়োজিত ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৩’ ডিক্লারেশন প্রোগ্রামে এসব সুবিধা ঘোষণা করা হয়। চলতি বছরের ২৫ নভেম্বর থেকে ২৫ জানুয়ারি ২০২৬ পর্যন্ত এসব সুবিধা পাবেন ক্রেতারা।

দেশব্যাপী ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৩-এর উদ্বোধন করেন ওয়ালটন ফ্রিজের ব্র্যান্ড অ্যাম্বাসেডর চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান, ওয়ালটন হাই-টেকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ও চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মো. জিয়াউল আলমসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ওয়ালটনের হেড অব স্ট্র্যাটেজিক বিজনেস ডেভেলপমেন্ট আরিফুল আম্বিয়া বলেন, ওয়ালটন গ্রাহকদের হাতে শুধু আন্তর্জাতিক মানের সর্বাধুনিক প্রযুক্তি ও ফিচারের পণ্যই তুলে দিচ্ছে না, সর্বোচ্চ বিক্রয়োত্তর সুবিধা প্রদানেও বদ্ধপরিকর। অনলাইন অটোমেশনের মাধ্যমে গ্রাহকদের আরও দ্রুত ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা দিতে কাস্টমার ডাটাবেস তৈরি করছে ওয়ালটন। এরই ধারাবাহিকতায় শীতকে সামনে রেখে ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৩’ শুরু হয়েছে। পূর্বের মতো ক্যাম্পেইনের এই সিজনও গ্রাহকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলবে বলে তিনি দৃঢ় আশাবাদী।

সিজন-২৩-এর আওতায় ক্রেতারা দেশের যেকোনো ওয়ালটন প্লাজা, পরিবেশক শোরুম বা অনলাইনে ই-প্লাজা থেকে ফ্রিজ, টিভি, এসি, ওয়াশিং মেশিন ও বিএলডিসি ফ্যান কেনার পর পণ্যের ডিজিটাল রেজিস্ট্রেশন করতে পারবেন। এরপর ওয়ালটনের কাছ থেকে ফিরতি এসএমএসের মাধ্যমে ক্রেতারা তাদের প্রাপ্ত সুবিধা সম্পর্কে জানতে পারবেন। এছাড়া ওয়ালটনের ‘আমার আওয়াজ’ মোবাইল অ্যাপ ব্যবহারকারীরা এবারের ক্যাম্পেইনে বাড়তি সুবিধা পাবেন।

ক্যাম্পেইন চলাকালীন ওয়ালটন পণ্য কেনার পর ক্রেতার নাম, মোবাইল নম্বর এবং পণ্যের মডেল নম্বরসহ বিস্তারিত তথ্য ওয়ালটনের সার্ভারে সংরক্ষণ করা হচ্ছে। ফলে ওয়ারেন্টি কার্ড হারিয়ে গেলেও দেশের যেকোনো ওয়ালটন সার্ভিস সেন্টার থেকে দ্রুত সেবা পাওয়া সম্ভব। একই সঙ্গে সার্ভিস সেন্টারের প্রতিনিধিরাও গ্রাহকের ফিডব্যাক জানতে পারছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com