নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার নিরাপত্তার স্বার্থে ব্যাংক থেকে টাকা উত্তোলনের ক্ষেত্রে সীমা আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক।
বৃহস্পতিবার (৮ আগস্ট) এক হিসাব থেকে এক লাখের বেশি নগদ টাকা উত্তোলন করা যাবে না।
এ সিদ্ধান্ত শুধু আজকের জন্য প্রযোজ্য হবে। তবে যেকোনো পরিমাণ নগদ টাকা স্থানান্তর ও ডিজিটাল লেনদেন করতে পারবেন গ্রাহকরা।
বুধবার (৭ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এক জরুরি বার্তায় এ নির্দেশনা দেন।
নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার আজ শপথ নেবে। ব্যাংক সূত্রে জানা গেছে, নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এছাড়াও বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয় থেকে শাখায় টাকা দেওয়া বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। গ্রাহকদের চেকের মাধ্যমে টাকা পরিশোধ করতে পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে জুলাই থেকে চলমান বৈষম্যবিরোধী আন্দোলনে সরকার পতনের পর দেশজুড়ে এক ধরনের অস্থিরতা বিরাজ করছে। এই উদ্ভূত পরিস্থিতিতে ব্যাংক খাতের নিরাপত্তা নিয়ে জনমনেও আতঙ্ক কাজ করছে। এতে নগদ উত্তোলনের হার বেড়ে যেতে পারে বলে আশঙ্কা করছে ব্যাংকগুলো। নগদ টাকা উত্তোলনকে নিরুৎসাহিত করার কথা ভাবছে ব্যাংক কর্তৃপক্ষ।
ব্যাংক সূত্রে জানা গেছে, দেশে নতুন সরকার গঠিত হচ্ছে। এ পরিস্থিতিতে কেউ যাতে নগদ টাকা নিয়ে কোনো অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে না পারে, সে জন্যই এই সিদ্ধান্ত।
Leave a Reply