নিজস্ব প্রতিবেদক: গতবছর ২০২৪ সালের জানুয়ারী-এপ্রিল মাস পর্যন্ত প্রথম চার মাসের অর্জিত প্রিমিয়াম থেকে ২০২৫ সালের জানুয়ারী-এপ্রিল মাস পর্যন্ত প্রথম চার মাসে আলফা ইসলামি লাইফের প্রিমিয়াম প্রায় ৩ কোটি টাকা বেশি আদায় হয়েছে।
আলফা ইসলামী লাইফ ইনস্যুরেন্স লিমিটেড প্রধান কার্যালয়ের সেমিনার কক্ষে শনিবার (০৩ মে) মাসিক ব্রাঞ্চ ম্যানেজার মিটিং মে-২০২৫ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও নুরে আলম ছিদ্দিকী অভি নতুন যোগদান করা কর্মকর্তাদের অভ্যর্থনা জানান, সেই সাথে রেকর্ড পরিমাণ প্রিমিয়াম অর্জনের জন্য কর্মকর্তাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করেন।
এসময় উপস্থিত ছিলেন সাজেদুল বারী, ডিএমডি (ট্রেনিং), মোহাম্মদ শাহ আলম মামুন, ডি.এম.ডি. (অপারেশন) এবং সারাদেশ থেকে আগত সেলস ম্যানেজার, এসিসট্যান্ট সেলস ম্যানেজার এবং ব্রাঞ্চ ম্যানেজারবৃন্দ।
উল্লেখ, আলফা ইসলামী লাইফ ইনস্যুরেন্স লিমিটেডের ইতিহাসে এপ্রিল-২০২৫ মাসে প্রমোশন, নতুন ৪ জন এসিসট্যান্ট সেলস ম্যানেজার, ২৩ জন ব্র্রাঞ্চ ম্যানেজার, ৭৯ জন ইউএম ও ৬৪৫ জন এফএ যোগদান করেন এবং ব্যবসায়িক কার্যক্রম শুরু করেন। নতুন লিডাররা যোগদানের মাধ্যমে আলফা লাইফ পরিবার আরও সমৃদ্ধ হয়েছে।
Leave a Reply