নিজস্ব প্রতিবেদক: শরিয়াহভিত্তিক পাঁচটি ব্যাংক একীভূত হয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি তাদের নতুন প্রাতিষ্ঠানিক লোগো চূড়ান্ত করেছে। বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে গঠিত এই ব্যাংকের পুনর্গঠন কার্যক্রমের অংশ হিসেবেই নতুন লোগো প্রকাশ করা হলো।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, নতুন এই লোগো ব্যাংকটির শাসন সংস্কার, ব্যবস্থাপনায় স্বচ্ছতা এবং আমানতকারীদের হারানো আস্থা ফিরিয়ে আনার প্রতীক হিসেবে ব্যবহৃত হবে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, লোগোর মাধ্যমে ব্যাংকটি অতীতের বিতর্কিত পরিচয় থেকে বেরিয়ে একটি দায়বদ্ধ ও টেকসই ব্যাংকিং কাঠামোর দিকে অগ্রসর হওয়ার বার্তা দিচ্ছে।
এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক—এই পাঁচটি সংকটগ্রস্ত প্রতিষ্ঠানের সমন্বয়ে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি গঠিত হয়েছে। নজিরবিহীন এই একীভূতকরণ কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ–২০২৫-এর আওতায় এবং এতে বাংলাদেশ ব্যাংক সরাসরি তদারকির ভূমিকা পালন করছে।
আমানত সুরক্ষায় রেজল্যুশন স্কিম: এ একীভূতকরণের সঙ্গে সঙ্গে আমানতকারীদের অর্থের নিরাপত্তা নিশ্চিত করতে একটি সমন্বিত রেজল্যুশন স্কিম চূড়ান্ত করেছে বাংলাদেশ ব্যাংক। স্কিম অনুযায়ী, ক্ষুদ্র আমানতকারীরা যেকোনো সময় তাদের ২ লাখ টাকা পর্যন্ত আমানত উত্তোলন করতে পারবেন।
বড় অংকের আমানতের ক্ষেত্রে ধাপে ধাপে অর্থ পরিশোধ করা হবে। তবে প্রথম ২ লাখ টাকা তাৎক্ষণিকভাবে প্রদান করা হবে এবং অবশিষ্ট অর্থ নির্ধারিত কিস্তিতে দেওয়া হবে।
পাশাপাশি স্থায়ী আমানত (এফডিআর) স্বয়ংক্রিয়ভাবে নবায়নের সুবিধা রাখা হয়েছে। গুরুতর অসুস্থ আমানতকারীদের ক্ষেত্রে মানবিক বিবেচনায় বিশেষ ছাড়ের ব্যবস্থাও থাকবে।
সংশ্লিষ্টদের মতে, নতুন লোগো ও রেজল্যুশন স্কিম—এই দুটি উদ্যোগের মাধ্যমে সম্মিলিত ইসলামী ব্যাংক দেশের ইসলামী ব্যাংকিং খাতে আস্থা পুনর্গঠনের একটি নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে।
Leave a Reply