1. baiozidkhan@gmail.com : admin_bizp :
বাংলাদেশ ব্যাংকের ঝুঁকিভিত্তিক সুপারভিশন কার্যক্রম শুরু - Business Protidin

বাংলাদেশ ব্যাংকের ঝুঁকিভিত্তিক সুপারভিশন কার্যক্রম শুরু

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: দেশের ব্যাংক খাতে তদারকি ব্যবস্থায় পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক। প্রথাগত পরিদর্শন পদ্ধতির পরিবর্তে এখন থেকে ঝুঁকিভিত্তিক বা রিস্ক-বেইজড সুপারভিশন (আরবিএস) কাঠামোর আওতায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর তদারকি করা হবে।

আজ রোববার (৪ জানুয়ারি) থেকে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম শুরু হচ্ছে। যদিও গত ১ জানুয়ারি থেকেই নতুন ব্যবস্থা চালুর কথা ছিল, তবে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ঘোষণার কারণে তা পিছিয়ে যায়।

জানা যায়, সব ব্যাংকের ওপর সমান নজরদারির পরিবর্তে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঝুঁকির মাত্রা অনুযায়ী তদারকি কার্যক্রম পরিচালিত হবে। এ লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের তদারকিসংশ্লিষ্ট ১৩টি বিভাগ পুনর্গঠন করে ১৭টি বিভাগ গঠন করা হয়েছে। এর মধ্যে ‘ব্যাংক সুপারভিশন’ নামে ১২টি বিভাগ থাকবে, যেখানে বিভিন্ন শ্রেণির ব্যাংক পৃথকভাবে অন্তর্ভুক্ত থাকবে।

এই বিভাগগুলো ব্যাংকগুলোর সরবরাহ করা তথ্য ও ডেটার ভিত্তিতে তদারকি ও দিকনির্দেশনা দেবে। প্রয়োজনে তথ্যের যথার্থতা যাচাইয়ে অতিরিক্ত তথ্য সংগ্রহ করা হবে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, নতুন কাঠামোর আওতায় কিছু কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। বিভাগগুলোর পুনর্বিন্যাস সম্পন্ন হয়েছে এবং রোববার থেকে পূর্ণাঙ্গভাবে ঝুঁকিভিত্তিক সুপারভিশন কার্যক্রম চালু হবে।

ঝুঁকিভিত্তিক তদারকির ফলাফলের ভিত্তিতে ব্যাংক কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) অপসারণ কিংবা পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার মতো কঠোর সিদ্ধান্ত নেওয়া হতে পারে। প্রয়োজনে ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশও প্রয়োগ করা হবে।

এছাড়া ব্যাংক সুপারভিশনের বাইরে কারিগরি ও ডিজিটাল ব্যাংকিং তদারকি, ডেটা ব্যবস্থাপনা ও বিশ্লেষণ, তদারকিসংশ্লিষ্ট নীতি প্রণয়ন, পেমেন্ট সিস্টেম সুপারভিশন এবং মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে আরও পাঁচটি নতুন বিভাগ গঠন করা হয়েছে। নতুন মানি লন্ডারিং তদারকি বিভাগটি বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) আদলে ব্যাংকগুলোর সংশ্লিষ্ট কার্যক্রম তদারকি করবে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com