নিজস্ব প্রতিবেদক: ২০০৯-১০ থেকে ২০২৩-২৪ অর্থবছরে সড়ক ও জনপথ অধিদপ্তরের অধীনে বাস্তবায়িত উন্নয়ন প্রকল্পের নির্মাণকাজে প্রাক্কলিত দুর্নীতির পরিমাণ ২৯ হাজার ২৩০ কোটি থেকে ৫০ হাজার ৮৩৫ কোটি টাকা; যা মোট উন্নয়ন বরাদ্দের ২৩-৪০ শতাংশ।
বুধবার (৯ অক্টোবর) সকালে রাজধানীর ধানমন্ডিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরে টিআইবি।
সংবাদ সম্মেলনে মূল প্রবন্ধে গবেষণা দলের সদস্য জুলকারনাইন বলেন, ২০০৯-১০ অর্থবছর থেকে ২০২৩-২৪ অর্থবছর পর্যন্ত সওজের মাধ্যমে মোট উন্নয়ন ব্যয় ১ লাখ ৬৯ হাজার ৪৫০ কোটি টাকা। সওজের মাধ্যমে সারা দেশে ২২ হাজার ৪৭৬ কিলোমিটার সড়ক ও মহাসড়ক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে।
এ সময় দুর্নীতির খাতগুলো তুলে ধরে তিনি বলেন, এ ছাড়া নির্মাণকাজের কার্যাদেশ প্রাপ্তি ও ঠিকাদারের বিল প্রাপ্তির ক্ষেত্রে ঘুষ দিতে হয় ১১ থেকে ১৪ শতাংশ, নির্মাণকাজে রাজনীতিবিদ, ঠিকাদার ও উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের ত্রিপক্ষীয় আঁতাতের মাধ্যমে দুর্নীতি হয় ১০ থেকে ২০ শতাংশ, দরপত্র লাইসেন্স ভাড়া, কার্যাদেশ বিক্রয়, সমঝোতা, স্থানীয় পর্যায়ের রাজনৈতিক চাঁদাবাজি ইত্যাদি ক্ষেত্রে দুর্নীতি হয় ২ থেকে ৬ শতাংশ।
Leave a Reply