সংবাদ বিজ্ঞপ্তি: এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের কর্মকর্তাদের নিয়ে Star of The 1st Quarter Celebration-2025 উদযাপন করা হয়েছে।
শনিবার (১২ এপ্রিল) এনআরবি লাইফ মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ শাহ্ জামাল হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন হোসনে আরা বেগম, এজেন্সী ডিরেক্টর (ওভারসিজ), এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।
উক্ত অনুষ্ঠানে ২০২৫ সালে প্রথম প্রান্তিকে সর্বোচ্চ ক্রেডিট প্রিমিয়াম বিজয়ী ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী কর্মকর্তাদের এবং মার্চ ক্লোজিং-২০২৫ মাসের সর্বোচ্চ ক্রেডিট প্রিমিয়াম বিজয়ী ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী কর্মকর্তাদের সাফল্যের স্বীকৃতি স্বরূপ উপহার প্রদান করা হয়।
২০২৫ সালের প্রথম প্রান্তিকে সর্বোচ্চ ক্রেডিট প্রিমিয়াম বিজয়ী কর্মকর্তাদের নামের তলিকা:
১ম স্থান অর্জন করেছেন শরীফ মো. শহিদুল ইসলাম (এএমডি), প্রধান কার্যালয়, ঢাকা; ২য় এইচ. এম. মিলন রহমান (এএমডি), প্রধান কার্যালয়, ঢাকা; ৩য় মো. জসিম উদ্দিন (এএমডি), প্রধান কার্যালয়, ঢাকা
১ম স্থান অর্জন করেছেন মোহাম্মদ মোজাম্মেল হক (এসইভিপি), মতিঝিল, ঢাকা; ২য় মোহাম্মদ এমরান (এসইভিপি), প্রধান কার্যালয়, ঢাকা; ৩য় মাহমুদুল হাসান (এসইভিপি), ময়মনসিংহ
১ম স্থান অর্জন করেছেন মীর হোসেন (ইভিপি), মতিঝিল, ঢাকা; ২য় মালিক মো. ফজলে কাফি (ইভিপি), ময়মনসিংহ; ৩য় মো. মিজানুর রহমান (ইভিপি), প্রধান কার্যালয়, ঢাকা
১ম স্থান অর্জন করেছেন কামাল মজুমদার (এসভিপি), ময়মনসিংহ; ২য় মো. ইয়াকুব আলী (এসভিপি), দিনাজপুর; ৩য় মো. জুয়েল আলী (এসভিপি), মিরপুর, ঢাকা
১ম স্থান অর্জন করেছেন জান্নাতুল ফেরদৌস কংকা, (ডিজিএম), ময়মনসিংহ; ২য় মো. শফিকুল ইসলাম (ডিজিএম), জয়পুরহাট; ৩য় মোসা. মমতাজ বেগম (ডিজিএম), দিনাজপুর
১ম স্থান অর্জন করেছেন মো. সাজিদ হাসান (বিএম), ময়মনসিংহ; ২য় জান্নাতুল ফেরদৌস আরমিন (বিএম), ময়মনসিংহ; ৩য় আসমা বেগম (বিএম), মতিঝিল, ঢাকা
১ম স্থান অর্জন করেছেন কাকরুন নাহার রেখা (ইউএম), ময়মনসিংহ; ২য় মো. ফজলে এলাহী (ইউএম), ময়মনসিংহ; ৩য় সোনিয়া আক্তার (ইউএম), গাজীপুর
১ম স্থান অর্জন করেছেন সাধনা শাহা (এফএ), খুলনা; ২য় হুসনা মজুমদার (এফএ), ময়মনসিংহ; ৩য় ফারহানা সুরভি (এফএ), গাজীপুর
মার্চ ক্লোজিং-২০২৫ মাসের সর্বোচ্চ ক্রেডিট প্রিমিয়াম বিজয়ী ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী কর্মকর্তাদের নামের তলিকা:
১ম স্থান অর্জন করেছেন মাহমুদুল হাসান (এসইভিপি), ময়মনসিংহ; ২য় মোহাম্মদ মোজাম্মেল হক (এসইভিপি), মতিঝিল, ঢাকা; ৩য় মোহাম্মদ এমরান (এসইভিপি), প্রধান কার্যালয়, ঢাকা
১ম স্থান অর্জন করেছেন মালিক মো. ফজলে কাফি (ইভিপি), ময়মনসিংহ; ২য় মীর হোসেন (ইভিপি), মতিঝিল, ঢাকা; ৩য় মো. মিজানুর রহমান (ইভিপি), প্রধান কার্যালয়, ঢাকা
১ম স্থান অর্জন করেছেন কামাল মজুমদার (এসভিপি), ময়মনসিংহ; ২য় শারমিন আক্তার লিপি (এসভিপি), মতিঝিল, ঢাকা; ৩য় মো. ইয়াকুব আলী (এসভিপি), দিনাজপুর
১ম স্থান অর্জন করেছেন জান্নাতুল ফেরদৌস কংকা, (ডিজিএম), ময়মনসিংহ; ২য় পলি আক্তার, (ডিজিএম), মতিঝিল, ঢাকা; ৩য় মোহাম্মদ কবির হোসেন, (ডিজিএম), খুলনা
Leave a Reply