নিজস্ব প্রতিবেদক: দেশের বীমা খাতে দীর্ঘদিনের অনিয়ম ও গ্রাহক হয়রানির অবসান ঘটাতে ‘ইন্স্যুরেন্স রেজ্যুলেশন অর্ডিন্যান্স’ নামে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ব্যাংক খাতের মতোই দেউলিয়া বীমা কোম্পানিগুলোর মালিকানা পরিবর্তন, সম্পদ বাজেয়াপ্ত এবং অবসায়নের সুযোগ রেখে এই অধ্যাদেশ প্রণয়ন করা হবে। আইডিআরএ’র চেয়ারম্যান ড. এম আসলাম আলম এই তথ্য নিশ্চিত করেছেন।
খাত সংশ্লিষ্টরা বলছেন, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, বাইরা লাইফ ইন্স্যুরেন্স, গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্স, সানলাইফ ইন্স্যুরেন্স এবং সানফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্সের বিরুদ্ধে গ্রাহকের প্রিমিয়ামের অর্থ আত্মসাতের অভিযোগ ওঠায় বিব্রত পুরো বীমা খাত। এই কোম্পানিগুলোর মতো অন্য কোম্পানিগুলোও যেন গ্রাহকের অর্থ আত্মসাৎ করতে না পারে তার জন্যই এই আইন হচ্ছে।
বিষয়টি নিয়ে আইডিআরএ চেয়ারম্যান ড. আসলাম আলম গণমাধ্যমে বলেন, ব্যাংক রেজ্যুলেশন অর্ডিন্যান্সের আদলে বীমা খাতের জন্যও এমন অধ্যাদেশ আনতে যাচ্ছি। দেউলিয়া কোম্পানির মালিকানা বদল, অবসায়ন কিংবা ভালো কোম্পানির সঙ্গে একীভূত করার সুযোগ থাকবে। অর্থ আত্মসাৎকারী পরিচালকদের সম্পদ বাজেয়াপ্ত করে গ্রাহকের অর্থ উদ্ধার করা হবে। সংকটাপন্ন কোম্পানিগুলোর বকেয়া দাবির একটি কর্মপরিকল্পনা চেয়ে আইডিআরএ ইতোমধ্যে নির্দেশ দিয়েছে। তিন মাসের মধ্যে এই পরিকল্পনা জমা দেওয়ার কথা রয়েছে।
বীমা কোম্পানির মালিকদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) সভাপতি সাঈদ আহমেদ বলেন, দুর্বল কোম্পানিগুলোকে একীভূত কিংবা অবসায়নের বিষয়ে সরকারের কী নীতি রয়েছে, তা আমরা জানি না। তবে বিনিয়োগকারী ও শেয়ারহোল্ডারদের স্বার্থও দেখতে হবে।
Leave a Reply