নিজস্ব প্রতিবেদক: বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) নির্ধারিত সভার দিনে কর্মকর্তা-কর্মচারীদের ছুটির আবেদন নিষিদ্ধ করেছে সংস্থাটি। এ নিয়ে প্রতিষ্ঠানটির ভেতরে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।
বুধবার (৯ জুলাই) আইডিআরএ’র প্রশাসন শাখার উপসচিব ও পরিচালক রকিবুর রহমান খান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নির্দেশ দেওয়া হয়।
অফিস আদেশে বলা হয়, কর্তৃপক্ষের সভা এবং সমন্বয় সভার নির্ধারিত তারিখে কোনো প্রকার ছুটির আবেদন করা থেকে বিরত থাকার জন্য সকল কর্মকর্তা-কর্মচারীকে নির্দেশ প্রদান করা হলো।
অফিস আদেশ প্রকাশের পরপরই সংস্থার অনেক কর্মকর্তা-কর্মচারী বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। কর্মকর্তারা বলেন, একটি সভার জন্য মানবিক কারণ বা পারিবারিক প্রয়োজনেও ছুটি নিতে না পারা সম্পূর্ণ অমানবিক। এতে আমাদের ব্যক্তিগত অধিকার ক্ষুণ্ন হচ্ছে।
“কাজের দায়িত্ব ও সভার গুরুত্ব আমরা বুঝি। কিন্তু ছুটির মৌলিক অধিকার হরণ করা কখনোই গ্রহণযোগ্য নয়। সভার দিন ছুটি নিতে পারব না- এটা আমাদের কারও সঙ্গে পরামর্শ না করেই চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত।”
ইতোমধ্যে অফিস আদেশটি যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে অবহিতকরণ ও প্রয়োজনীয় কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট বিভাগ ও কর্মকর্তাদের কাছে প্রেরণ করা হয়েছে।
এদিকে অফিস আদেশের অনুলিপি নির্বাহী পরিচালক, পরিচালক, উপপরিচালক, সংস্থাপন পরিচালক, চেয়ারম্যানের একান্ত সচিবসহ সংস্থার সংশ্লিষ্ট বিভাগীয় প্রধানদের কাছে পাঠানো হয়েছে।
Leave a Reply