নিজস্ব প্রতিবেদক: লাইফ কিংবা নন-লাইফ কোন খাতেই সংকটের শেষ নেই। চলতি বছরের প্রথম তিন মাসে (জানুয়ারি-মার্চ) দেশের নন-লাইফ বীমা কোম্পানিগুলো মোট ২৯৫ কোটি ২৯ লাখ টাকার বীমা দাবি নিষ্পত্তি করেছে। যা উত্থাপিত মোট দাবির মাত্র ৯ শতাংশ।
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) তথ্য অনুযায়ী, এ সময় অনিষ্পন্ন বীমা দাবির পরিমাণ দাঁড়িয়েছে ৩ হাজার ১৫০ কোটি ৬১ লাখ টাকায়।
আইডিআরএতে পাঠানো ৪৬টি নন-লাইফ বীমা কোম্পানির অনিরীক্ষিত তথ্য বলছে, ২০২৫ সালের মার্চ পর্যন্ত মোট অনিষ্পন্ন বীমা দাবি ছিল ৩ হাজার ৪৪৫ কোটি ৯০ লাখ টাকা। এর মধ্যে প্রথম প্রান্তিকে নিষ্পত্তি হয়েছে মাত্র ২৯৫ কোটি ২৯ লাখ টাকা। গত বছর একই সময়সীমায় এই হার ছিল ৩২ শতাংশ।
তথ্যমতে, প্রথম প্রান্তিকে সবচেয়ে বেশি বীমা দাবি নিষ্পত্তি করেছে জনতা ইন্স্যুরেন্স, যার পরিমাণ ৬ কোটি ১৮ লাখ টাকা; নিষ্পত্তির হার ৮৫.৮১ শতাংশ। বাংলাদেশ সাধারণ বীমা কর্পোরেশন ৭৪ কোটি ৩৫ লাখ টাকা পরিশোধ করলেও নিষ্পত্তির হার ছিল মাত্র ৩.৭৯ শতাংশ। গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স ২৮ কোটি ২৭ লাখ টাকা পরিশোধ করেছে (৯.৪৭%)।
পাইওনিয়ার ইন্স্যুরেন্স ২৫ কোটি ৭৩ লাখ টাকা (৪৬.৪৪%)। প্রগতি ইন্স্যুরেন্স ২০ কোটি ৭৯ লাখ (১১.৭৯%), রিলায়েন্স ইন্স্যুরেন্স ১৪ কোটি ৬২ লাখ (১২.৪৬%), এশিয়া ইন্স্যুরেন্স ১৩ কোটি ৭৯ লাখ (৪৯.৩৮%), বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স ১০ কোটি ৬ লাখ (২১.১৯%)।
ইউনিয়ন ইন্স্যুরেন্স ১০ কোটি ২২ লাখ টাকা (৮১.১৬%) দাবি পরিশোধ করেছে। প্রভাতী ইন্স্যুরেন্স ১০ কোটি ৯ লাখ (২৫.৪১%), বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স ৯ কোটি ৮৬ লাখ (৫৫.২৯%), রূপালী ইন্স্যুরেন্স ৪ কোটি ৩১ লাখ (৫৫.৬১%), ফিনিক্স ইন্স্যুরেন্স ৪ কোটি ৬৯ লাখ (৮.৪৬%) এবং ক্রিস্টাল ইন্স্যুরেন্স ৩ কোটি ৪২ লাখ (৩৩.৫০%) পরিশোধ করেছে।
এছাড়া, ইস্টার্ন ইন্স্যুরেন্স ২ কোটি ১১ লাখ (৩.১৬%), ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স ২ কোটি ৬০ লাখ (৬৭.১৭%), তাকাফুল ইসলামি ইন্স্যুরেন্স ২ কোটি ৬১ লাখ (৬১.০৫%), ইসলামি কমার্শিয়াল ইন্স্যুরেন্স ২ কোটি ৩০ লাখ (৩৩.২১%), ইসলামি ইন্স্যুরেন্স বাংলাদেশ ২ কোটি ৮১ লাখ (১১%) এবং নিটল ইন্স্যুরেন্স ২ কোটি ৭৪ লাখ টাকা (৬০.০৪%) দাবি পরিশোধ করেছে।
অন্যদিকে, অগ্রণী ইন্স্যুরেন্স ৭২ লাখ (৩০.০৬%), সোনার বাংলা ইন্স্যুরেন্স এক কোটি ৯৭ লাখ (৪০.০৪%), সিটি জেনারেল ইন্স্যুরেন্স এক কোটি ৫৩ লাখ (৪১.৪৪%), কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স এক কোটি ৮০ লাখ (২৭.৬৩%), প্যারামাউন্ট ইন্স্যুরেন্স এক কোটি ৩৩ লাখ (৮.৮২%) এবং এক্সপ্রেস ইন্স্যুরেন্স এক কোটি ১৫ লাখ (১১.৩২%) দাবি পরিশোধ করেছে।
সবচেয়ে কম হারে দাবি নিষ্পত্তি করেছে শিকদার ইন্স্যুরেন্স (০.১২%), সেনা কল্যাণ ইন্স্যুরেন্স (০.১৬%) ও ঢাকা ইন্স্যুরেন্স (১.৫৯%)।
Leave a Reply