নিজস্ব প্রতিবেদক: ডলারের বিপরীতে ভারতীয় রুপির মান আরও ২৩ পয়সা কমে ৯১ দশমিক ০১-এ নেমেছে, যা রুপির ইতিহাসে সর্বনিম্ন। ধারাবাহিকভাবে বিদেশি বিনিয়োগ প্রত্যাহার, ভারত ও যুক্তরাষ্ট্র বাণিজ্য আলোচনায় অচলাবস্থা এবং বাজারে স্থায়ী ডলার ক্রয় এই পতনের প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে।
টাইমস অব ইন্ডিয়া জানায়, গতকাল মঙ্গলবার দিনের শুরুতেই রুপি ৩৬ পয়সা দুর্বল হয়ে ৯১ দশমিক ১৪-এ পৌঁছায়, যা ইতিহাসের সর্বনিম্ন দর। পরে সামান্য পুনরুদ্ধার হলেও দিন শেষে চাপ কাটেনি। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ও ডলারের শক্তি কিছুটা কমলেও রুপির পতন থামেনি।
গত পাঁচ কার্যদিবসেই ডলারের বিপরীতে রুপির মান প্রায় ১ শতাংশ কমেছে। মুদ্রা বাজার সংশ্লিষ্টদের আশঙ্কা, চলতি মাসেই ডলারের বিপরীতে রুপির দর ৯২ ছাড়াতে পারে। মঙ্গলবার আন্তব্যাংক বৈদেশিক মুদ্রাবাজারে রুপি ৯০ দশমিক ৮৭ টাকায় লেনদেন শুরু করে। দিনের মধ্যে তা ৯০ দশমিক ৭৬ থেকে ৯১ দশমিক ১৪ টাকার মধ্যে ওঠানামা করে শেষে ৯১ দশমিক ০১ টাকায় বন্ধ হয়। এর আগের দিন সোমবার রুপি ৯০ দশমিক ৭৮ টাকায় বন্ধ হয়েছিল, যা আগের দিনের তুলনায় ২৯ পয়সা দুর্বল।
ফিনরেক্স ট্রেজারি অ্যাডভাইজার্সের হেড অব ট্রেজারি অনিল কুমার বানসালি বলেন, ‘ডলারের ক্রয়চাপ অব্যাহত থাকায় রুপি নতুন ইতিহাস তৈরি করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের নতুন বাণিজ্য প্রস্তাব গ্রহণ না করায় দুই দেশের মধ্যে চুক্তি আলোচনা স্থবির হয়ে আছে।’
Leave a Reply