নিজস্ব প্রতিবেদক: ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্যদের জন্য “ইনকাম ট্যাক্স রিটার্ন দাখিল সাপোর্টিং বুথ” উদ্বোধন করা হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) ডিআরইউ’র শফিকুল কবির মিলনায়তনে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান আনুষ্ঠানিকভাবে এ বুথের উদ্বোধন করেন।
ডিআরইউ’র সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল-এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবু সালেহ আকন। সভাপতির বক্তব্যে তিনি বলেন, “অনেকে মনে করেন সাংবাদিকরা আইন মানতে চায় না—কিন্তু বাস্তবতা হলো আমরা আইন মানি এবং দেশপ্রেমের জায়গা থেকেই কর দিতে চাই। কর দেওয়ার ক্ষেত্রে একটি আতঙ্ক কাজ করে। এই আতঙ্ক দূর হলে সবাই আরও উৎসাহ নিয়ে কর দিতে আগ্রহী হবে।”
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এনবিআরের চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান বলেন, “অনলাইনে রিটার্ন দাখিলের সময় ব্যাংকের তথ্য দিলে ভয়ের কিছু নেই। আমরা কারো ব্যাংক লেনদেন বা ব্যক্তিগত তথ্য দেখি না। তবে তদন্তের প্রয়োজনে আমাদের গোয়েন্দা বিভাগ আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারে। তাই নিয়মতান্ত্রিকভাবে অনলাইনে রিটার্ন দাখিল করলে ভয়ের কোনো কারণ নেই।”
তিনি আরও বলেন, ডিআরইউ’র পক্ষ থেকে ইনকাম ট্যাক্স রিটার্ন দাখিলে সহায়তার জন্য সাপোর্টিং বুথ স্থাপনের উদ্যোগ প্রশংসনীয়। সম্প্রতি কর বিষয়ে প্রধান উপদেষ্টার দিকনির্দেশনার কথাও উল্লেখ করেন এনবিআর চেয়ারম্যান। তিনি বলেন, “অনলাইনে ট্যাক্স দেওয়ার ক্ষেত্রে কোনো জটিলতা নেই। সঠিক ও নিয়মতান্ত্রিকভাবে তথ্য দিলে সমস্যা হওয়ার কথা নয়। তবে কেউ ভুল তথ্য দিলে বা হিসাবের গরমিল হলে দায়ভার সংশ্লিষ্ট ব্যক্তির ওপর বর্তাবে।”
এনবিআরের চেয়ারম্যান জানান, বর্তমানে সবার জন্য অনলাইনে রিটার্ন দাখিলের সুযোগ রয়েছে। তবে বয়স্ক করদাতাদের জন্য ম্যানুয়ালি রিটার্ন দাখিলের ব্যবস্থাও চালু আছে। তিনি বলেন, “এখনও ভ্যাট কাগজে নেওয়া হচ্ছে, তবে আগামী বছর থেকে ভ্যাটও সম্পূর্ণ অনলাইনে নেওয়া হবে। অনলাইনে কর বা ভ্যাট দাখিলে ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু কেউ যদি ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য দেন এবং তা পরে ধরা পড়ে, তাহলে তাকে আইনি জটিলতায় পড়তে হবে।”
বিশেষ অতিথির বক্তব্যে বিশিষ্ট আইনজীবী ও সহকারী অ্যাটর্নি জেনারেল পদমর্যাদার স্পেশাল পাবলিক প্রসিকিউটর এস এম সাকিল আহমাদ বলেন, “সাংবাদিকরা জাতির বিবেক। আপনারা যদি কর রিটার্ন দাখিলে ইতিবাচক ভূমিকা রাখেন, তাহলে সমাজের অন্যরাও আপনাদের দেখে উৎসাহিত হবে।”
স্বাগত বক্তব্যে ডিআরইউ’র অর্থ সম্পাদক নিয়াজ মাহমুদ সোহেল বলেন, “দেশপ্রেম ও দেশের প্রতি দায়িত্ববোধ থেকেই আয়কর রিটার্ন দাখিল করা প্রত্যেক নাগরিকের কর্তব্য। এই প্রক্রিয়াকে সহজ করতে ঢাকা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে সদস্যদের জন্য এই প্রথম ইনকাম ট্যাক্স রিটার্ন দাখিল সাপোর্টিং বুথ চালু করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে আমরা আশা করি।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আয়কর বিষয়ে গোল্ডেন বাংলাদেশের নির্বাহী পরিচালক ও আয়কর উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম, বিশিষ্ট আইনজীবী ও সাংবাদিক মিয়া হোসেনসহ ডিআরইউ’র সদস্যরা।
Leave a Reply