নিজস্ব প্রতিবেদক: দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি আলহাজ্ব টেক্সটাইল মিলস লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য মোট ৪০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৫ শতাংশ নগদ এবং ৩৫ শতাংশ বোনাস লভ্যাংশ।
কোম্পানির পরিচালনা পর্ষদ ২০২৩–২৪ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ অনুমোদন করে।
কোম্পানি সূত্রে জানা গেছে, আলোচ্য অর্থবছরে আলহাজ্ব টেক্সটাইলের শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) দাঁড়িয়েছে ১০ টাকা ০৭ পয়সা। আর ২০২৪ সালের ৩০ জুন শেষে শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৮ টাকা ৫২ পয়সা।
প্রস্তাবিত লভ্যাংশসহ অন্যান্য আলোচ্য বিষয় শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ৭ ফেব্রুয়ারি কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য শেয়ারহোল্ডার নির্ধারণে আগামী ১৫ জানুয়ারি রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।
Leave a Reply