সংবাদ বিজ্ঞপ্তি: দেশে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ বন্যায় পানি বন্দি হয়ে লাখ লাখ মানুষ মানবেতর জীবন যাপন করছে।এই পরিস্থিতিতে বন্যার্ত ৮২০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে বাংলাদেশের বীমা খাতের অন্যতম প্রতিষ্ঠান প্রগ্রেসিভ লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেড।
বীমা কোম্পানিটির নিজস্ব তহবিল থেকে এবং সকল কর্মকর্তা ও কর্মচারীদের একদিনের সমপরিমাণ বেতন অনুদান হিসেবে ত্রাণ তহবিলে জমা দেওয়া হয়েছে। এছাড়াও কোম্পানির পরিচালকগণ ব্যক্তিগত ভাবে উক্ত কার্যক্রমে আর্থিক অনুদান প্রদান করেছেন।
গত ৩০ আগস্ট ২০২৪ কুমিল্লার চৌদ্দগ্রাম, লাকসাম, মনোহরঞ্জ ও লক্ষ্মীপুরের বিভিন্ন স্থানে প্রগ্রেসিভ লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ সাইদুল আমিন এর নেতৃত্বে ত্রাণ বিতরণ কার্যক্রম সম্পন্ন করেছে।
উল্লেখ, দেশ মাতৃকার টানে বিদেশে বসবাসরত অনাবাসী বাংলাদেশী নাগরিক যারা স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠতি তাদের স্বপ্নে লালিত শুধুমাত্র দেশের জনগণের কল্যাণে ২০০০ সালে প্রতিষ্ঠা লাভ করে প্রগ্রেসিভ লাইফ এবং প্রতিষ্ঠার অল্প সময়ের মধ্যেই অর্থাৎ ২০০৫ সালে প্রতিষ্ঠানটি পুঁজিবাজারে তালিকাভূক্ত হয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এর অন্তর্ভূক্ত হয়।
এছাড়াও কোম্পানিটি ২০০৮ সালে স্বচ্ছতা, জবাবদিহীতা, সুশাসন এবং সার্বিক কার্যক্রম বিবেচনায় ‘দি বাংলাদেশ ইনস্টিউট অব কস্ট এন্ড ম্যানেজমেন্ট এ্যাকাউন্ট্যান্টস এর নিকট থেকে ‘বেস্ট কর্পোরেট পারফরমেন্স এওয়ার্ড’ অর্জন করে।
নিয়ন্ত্রক সংস্থা বীমা অধিদপ্তরের নির্দেশনায় ২০০৬ সালে সমাপ্ত হিসাব বৎসরের উপর ভিত্তি করে ক্রেডিট রেটিং ইনফরমেশন এন্ড সার্ভিসেস লিমিটেড কর্তৃক কোম্পানির রেটিং সম্পন্ন করে ফলাফল ’বিবিবি+’ প্রদান করা হয়েছে।
বর্তমানে কোম্পানিটি দরিদ্র জনগোষ্ঠির কল্যাণার্থে দেশব্যাপী বীমা ব্যবসা চালিয়ে যাচ্ছে। দীর্ঘ ২৪ বৎসরের প্রতিষ্ঠিত কোম্পানিটি অনেক চড়াই-উৎরাই পেরিয়ে দেশব্যাপী নিরলসভাবে গ্রাহক সেবা দিয়ে যাচ্ছে।
Leave a Reply