সংবাদ বিজ্ঞপ্তি: প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি পাবনার সাঁথিয়ায় নতুন সার্ভিস সেল উদ্বোধন ও উন্নয়ন সভা করেছে। এতে প্রধান অতিথি ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ সাইদুল আমিন। তার উপস্থিতে গ্রাহকরা প্রথম বছরের প্রিমিয়াম ১৫ লক্ষ টাকার জমা করে।
সোমবার (১৬ সেপ্টেম্বর) সাঁথিয়া সার্ভিস সেলের শুভ উদ্বোধন ও উন্নয়ন সভায় গ্রাহকদের বীমা দাবির চেকও হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে মোহাম্মদ সাইদুল আমিন প্রগ্রেসিভ লাইফের প্রতি আস্থা রাখার জন্য গ্রাহকদের কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি বলেন, প্রগ্রেসিভ লাইফ প্রতিষ্ঠার পর থেকে বীমা সেবার মাধ্যমে গ্রাহক ও শেয়ারহোল্ডারদের আস্থাও নির্ভরতার প্রতীকে রুপান্তরিত হচ্ছে।
তিনি আরও বলেন, ২০২৪ সালে গ্রাহকের বীমা দাবি পুরন করা হয়েছে প্রায় ১৮ কোটি টাকা। দেশব্যাপী দরিদ্র জনগোষ্ঠীকে জীবন বীমার আওতায় এনে এবং উত্তম সেবার মাধ্যমে বীমাকারীদের স্থিত অর্থের সুরক্ষা নিশ্চত করা প্রগ্রেসিভ লাইফের প্রধান লক্ষ্য।
সাঁথিয়া সার্ভিস সেলের সহকারী ব্যবস্থাপনা পরিচালক মো. মাসুম বিল্লাহর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন মীর ফেরদৌস আহমেদ, সিনিয়র উপ-ব্যবস্থাপনা পরিচালক (উন্নয়ন) কাজী মোতাহার হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. লিটন মিয়া, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. মাসুদুজ্জামান, বিভাগীয় প্রধান, মার্কেটিং বিভাগসহ অন্যান্য বিভাগের কর্মকর্তারা।
Leave a Reply