1. baiozidkhan@gmail.com : admin_bizp :
মধ্যপাচ্যে যুদ্ধের প্রভাবে যুক্তরাষ্ট্রের পুঁজিবাজারে বড় পতন - Business Protidin

মধ্যপাচ্যে যুদ্ধের প্রভাবে যুক্তরাষ্ট্রের পুঁজিবাজারে বড় পতন

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২১ জুন, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপাচ্যে চলমান ইরান ও ইসরায়েলের চলমান যুদ্ধের অবস্থা এবং যুক্তরাষ্ট্র-চীন প্রযুক্তি সংঘর্ষের প্রভাবে আন্তর্জাতিক পুঁজিবাজারে বড় ধরনের পতন লক্ষ্য করা গেছে। বিশেষ করে সেমিকন্ডাক্টর বা চিপ শিল্পের শেয়ারে ব্যাপক দরপতন হয়েছে, যা মার্কিন বাজারে নেতিবাচক প্রভাব ফেলেছে।

শনিবার (২১ জুন) ফ্রান্স ভিত্তিক সংবাদ মাধ্যম এএফপির প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বাজার সূচকগুলোর মধ্যে ডাউ জোন্স ইন্ডাস্ট্রিয়াল এভারেজ সামান্য বেড়েছে ০ দশমিক ১ শতাংশ হলেও, প্রধান সূচক এসঅ্যান্ডপি ৫০০- ০ দশমিক ২ শতাংশ কমে ৫ হাজার ৯৬৭ পয়েন্টে নেমে এসেছে। প্রযুক্তি খাতের সূচক নাসডাক কম্পোজিট ০ দশমিক ৫ শতাংশ পতিত হয়ে ১৯ হাজার ৪৪৭ পয়েন্টে বন্ধ হয়েছে। বিশেষ করে সেমিকন্ডাক্টর কোম্পানির শেয়ারগুলোতে ব্যাপক বিক্রি হয়েছে।

বিশ্লেষকরা বলছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের চীনে প্রযুক্তি সরবরাহে শর্তাবলী কঠোর করার সম্ভাবনা এবং ইরান-ইসরায়েল সংঘাতের তীব্রতায় বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। বাজারে ‘ডি-রিস্কিং’ অর্থাৎ ঝুঁকি কমানোর প্রবণতা দেখা দিয়েছে, যেখানে বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদে পরিবর্তন করতে শেয়ার বিক্রি করছেন।

জানা যায়, মার্কিন ফেডারেল রিজার্ভ সুদের হার অপরিবর্তিত রাখলেও, শুল্ক নীতির কারণে মূল্যস্ফীতি বৃদ্ধির আশঙ্কা কমাতে ব্যাংকগুলো সতর্ক অবস্থানে রয়েছে।

কোম্পানি পর্যায়ে, যদিও ক্রোগার ও কারম্যাক্সের মতো কিছু কোম্পানির শেয়ার উন্নতি করেছে, তবুও সামগ্রিক বাজার পরিস্থিতি নেতিবাচক থাকায় সাধারণ বিনিয়োগকারীদের মনোবল কমেছে।

বিশ্লেষকরা মনে করছেন, ইরান-ইসরায়েল যুদ্ধের অচলাবস্থার কারণে বিশ্বব্যাপী অর্থনীতির ওপর চাপ বাড়তে পারে, যা পুঁজিবাজারের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে থাকবে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com