সংবাদ বিজ্ঞপ্তি: বাংলাদেশের একেবারের দক্ষিণ সীমান্তে শাহপরীর দ্বীপেও বীমা সুরক্ষা পৌঁছার কার্যক্রম উদ্বোধন করেছে ডায়মন্ড লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড। দেশের প্রতিটি জায়গায় বীমা সুরক্ষা পৌঁছে দেওয়াই কোম্পানিটির লক্ষ্য।
সে উপলক্ষে বৃহস্পতিবার (২৬ জুন) কক্সবাজারের টেকনাফ উপজেলার এই প্রত্যন্ত জনপদে উদ্বোধন করা হয়েছে ডায়মন্ড লাইফ ইন্সুরেন্সের সাংগঠনিক অফিস।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রফিকুজ্জামান রিপু ও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শাহপরীর দ্বীপ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপি’র সভাপতি, কক্সবাজার জেলা বিএনপি’র সদস্য ইসমাইল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কনসালটেন্ট এম এ হাসান নুরুল্লাহ্ , চট্টগ্রাম বিভাগীয় প্রধান উপ-ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান টিপু , টেকনাফ জোনাল অফিসের ইনচার্জ ওমর ফারুক রিয়াদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহপরীর দ্বীপ সাংগঠনিক অফিসের ব্রাঞ্চ ম্যানেজার শামসুল আলম। উপস্থিত ছিলেন চট্টগ্রাম দোহাজারী জোনাল অফিসের জি এম /ইনচার্জ দেলোয়ার হোসেন, সাংগঠনিক অফিসের এজিএম আমানুল্লাহ নাহিন, বি এম জোসনা আক্তার মসহ বিভিন্ন এলাকা থেকে আগত উন্নয়ন কর্মী ও কর্মকর্তাবৃন্দ।
Leave a Reply