নিজস্ব প্রতিবেদক: সংকটময় বীমা খাতে গ্রাহকের পাওনা দিন দিন বাড়ছে। চলতি বছরের মার্চ পর্যন্ত জীবন বীমা কোম্পানিগুলোর কাছে গ্রাহকের অনিষ্পন্ন বীমা দাবি দাঁড়িয়েছে ৪ হাজার ৬ কোটি ৯৪ লাখ টাকায়।
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) বলছে, জানুয়ারি থেকে মার্চ এই তিন মাসে জীবন বীমা খাতের ৩৬টি কোম্পানি মোট ২ হাজার ৩৬৮ কোটি ৭৫ লাখ টাকার বীমা দাবি পরিশোধ করেছে।
তথ্যমতে, বছরের প্রথম প্রান্তিকে এসব কোম্পানির কাছে গ্রাহকের মোট দাবি ছিল ৬ হাজার ৩৭৫ কোটি ৬৮ লাখ টাকা। এর মধ্যে ২ হাজার ৩৬৮ কোটি ৭৫ লাখ টাকা পরিশোধ করা হলেও অবশিষ্ট ৪ হাজার ৬ কোটি ৯৪ লাখ টাকা এখনো অনিষ্পন্ন রয়েছে।
গতভছর ২০২৪ সালের চিত্র অনুযায়ী, বছরজুড়ে খাতটির ৩৫টি কোম্পানি মোট ১২ হাজার ৯৬৫ কোটি ৭৪ লাখ টাকার বীমা দাবি পেয়েছিল। এর মধ্যে ৮ হাজার ৫৯০ কোটি ৬৮ লাখ টাকা পরিশোধ করায় ওই বছরের ডিসেম্বর শেষে অনিষ্পন্ন দাবি দাঁড়ায় ৪ হাজার ৩৭৫ কোটি ৬ লাখ টাকা।
এর আগের বছর ২০২৩ সালে বীমা দাবি পরিশোধ হয়েছিল ৮ হাজার ৭৫৪ কোটি ৫৯ লাখ টাকা, যা ছিল ওই বছরের মোট দাবির ৭২ শতাংশ। ২০২২ সালে পরিশোধ হয়েছিল ৯ হাজার ২৫৯ কোটি ৩২ লাখ টাকা, যা ছিল মোট দাবির ৬৭ শতাংশ।
কোম্পানিভিত্তিক বীমা দাবি পরিশোধের তথ্য অনুযায়ী, মেটলাইফ বাংলাদেশ প্রথম প্রান্তিকে পরিশোধ করেছে ৭৬৩ কোটি ৪৫ লাখ টাকা। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পরিশোধ করেছে ৩২৫ কোটি ৪০ লাখ টাকা। ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের পরিশোধ ২৬৮ কোটি ৭০ লাখ টাকা। জীবন বীমা কর্পোরেশন পরিশোধ করেছে ২০১ কোটি ১৪ লাখ টাকা।
প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের পরিমাণ ১১৩ কোটি ৭৭ লাখ টাকা। গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স পরিশোধ করেছে ১২৯ কোটি ১১ লাখ টাকা। মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের পরিশোধ ১০৪ কোটি ৯১ লাখ টাকা। সোনালী লাইফ ইন্স্যুরেন্স পরিশোধ করেছে ৯৪ কোটি ৩৩ লাখ টাকা। প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের পরিমাণ ৮১ কোটি ৬৬ লাখ টাকা।
পপুলার লাইফ ইন্স্যুরেন্স ৬৩ কোটি ৯৩ লাখ টাকা পরিশোধ করেছে। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের পরিশোধ ৫৬ কোটি ২৪ লাখ টাকা। ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পরিশোধ করেছে ৫৮ কোটি ৩৫ লাখ টাকা। রূপালী লাইফ ইন্স্যুরেন্সের পরিমাণ ৪১ কোটি ৬০ লাখ টাকা। ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পরিশোধ করেছে ২ কোটি ৯৮ লাখ টাকা। চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স ৪ কোটি ৫২ লাখ টাকা পরিশোধ করেছে।
মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের পরিমাণ ৩ কোটি ৪৯ লাখ টাকা। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স পরিশোধ করেছে ৫৬ কোটি ২৪ লাখ টাকা। জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ৩ কোটি ৫৩ লাখ টাকা পরিশোধ করেছে। প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের পরিশোধ ২ কোটি ৯৮ লাখ টাকা। বেস্ট লাইফ ইন্স্যুরেন্স ১ কোটি ৫৯ লাখ টাকা পরিশোধ করেছে। এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স ৫৮ লাখ টাকা পরিশোধ করেছে।
আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স ১ কোটি ১১ লাখ টাকা পরিশোধ করেছে। আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ২ কোটি ৬৩ লাখ টাকা পরিশোধ করেছে। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স ৩২৫ কোটি ৪০ লাখ টাকা পরিশোধ করেছে। প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ৮১ কোটি ৬৬ লাখ টাকা পরিশোধ করেছে। জীবন বীমা কর্পোরেশন ২০১ কোটি ১৪ লাখ টাকা পরিশোধ করেছে।
ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স পরিশোধ করেছে ২৬৮ কোটি ৭০ লাখ টাকা। যমুনা লাইফ ইন্স্যুরেন্স ১ কোটি ৯৭ লাখ টাকা পরিশোধ করেছে। ডায়মন্ড লাইফ ইন্স্যুরেন্স ৪৪ লাখ টাকা পরিশোধ করেছে। হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স ১ কোটি ১৪ লাখ টাকা পরিশোধ করেছে।
বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ৪ কোটি ২৭ লাখ টাকা পরিশোধ করেছে। সানলাইফ ইন্স্যুরেন্স ১০ কোটি ২১ লাখ টাকা পরিশোধ করেছে। প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স ১১ কোটি ৫২ লাখ টাকা পরিশোধ করেছে। বায়রা লাইফ ইন্স্যুরেন্স ৫৭ লাখ টাকা পরিশোধ করেছে।
ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ৫৮ কোটি ৩৫ লাখ টাকা পরিশোধ করেছে। পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ৪ কোটি ১১ লাখ টাকা পরিশোধ করেছে। সানফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্স ১ কোটি ২৮ লাখ টাকা পরিশোধ করেছে। শান্তা লাইফ ইন্স্যুরেন্স ৮ লাখ টাকা পরিশোধ করেছে।
গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্স ৭৩ লাখ টাকা পরিশোধ করেছে। আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এবং লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অব বাংলাদেশ (এলআইসি) শতভাগ দাবি পরিশোধ করেছে, যথাক্রমে ৭ কোটি ৭৬ লাখ ও ৪ কোটি ১৫ লাখ টাকা।
Leave a Reply