1. baiozidkhan@gmail.com : admin_bizp :
ন্যাশনাল লাইফ ও ডিআরইউ’র মধ্যে গ্রুপ বীমা চুক্তি - Business Protidin

ন্যাশনাল লাইফ ও ডিআরইউ’র মধ্যে গ্রুপ বীমা চুক্তি

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

সংবাদ বিজ্ঞপ্তি: ঢাকায় কর্মরত রিপোর্টারদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি এবং দেশের প্রথম বেসরকারি বীমা কোম্পানি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে গ্রুপ বীমা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

সোমবার (৮সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বতীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম।

এসময় তথ্য উপদেষ্টা বলেন, সরকার সাংবাদিকদের কল্যাণে বিভিন্ন কাঠামো, আইন, বিধি ও প্রতিষ্ঠান গড়ে তুলেছে। তবে দেশের সব সাংবাদিককে একসঙ্গে এই সুরক্ষা ও কল্যাণ কাঠামোর আওতায় আনা কঠিন কাজ। এটা ধাপে ধাপে এগিয়ে নিতে হবে। এজন্য সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোরও সহযোগিতা প্রয়োজন। কেবল ব্যক্তিগত স্বার্থ নয়, পেশাদার সহযোগিতার ভিত্তিতেই সাংবাদিকদের জন্য একটি শক্তিশালী কল্যাণ কাঠামো গড়ে উঠতে পারে।’

তিনি আরও বলেন, ‘ঢাকা শহরে জীবনযাত্রার ব্যয় অনেক বেশি। কিন্তু অনেক সাংবাদিক কম বেতনে জীবনযাপন করতে বাধ্য হন। এতে করে অনেকে অনারবেল বা অস্বচ্ছ পথে যেতে পারেন। তাই সাংবাদিকদের জন্য সম্মানজনক জীবন নিশ্চিত করা জরুরি।’

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন বলেন, ন্যাশনাল লাইফ সবসময় সাংবাদিক বান্ধব ছিল এবং থাকবে। ন্যাশনাল লাইফ গ্রাহকদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে। এজন্য দেশের বিমা শিল্পে সবচেয়ে বেশি আগানো ন্যাশনাল লাইফ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের প্রেসিডেন্ট সাঈদ আহমেদ, ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স পিএলসি ব্যবস্থাপনা পরিচালক কাজিম উদ্দিন, ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন এবং সেক্রেটারি মাইনুল হাসান সোহেল প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com