নিজস্ব প্রতিবেদক: দেশের বৈদেশিক মুদ্রাবাজার স্থিতিশীল রাখতে ১৪টি বাণিজ্যিক ব্যাংক থেকে ২২ কোটি ৩৫ লাখ মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। প্রতি ডলারের বিনিময় হার নির্ধারণ করা হয় ১২২ টাকা ৩০ পয়সা।
মঙ্গলবার (৬ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি ২০২৫–২৬ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই থেকে ৬ জানুয়ারি পর্যন্ত) কেন্দ্রীয় ব্যাংক মোট ৩৫৪ কোটি ৬৫ লাখ মার্কিন ডলার কিনেছে, যা প্রায় ৩ দশমিক ৫৫ বিলিয়ন ডলারের সমান।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, মঙ্গলবার ১৪টি বাণিজ্যিক ব্যাংক থেকে মোট ২২৩ দশমিক ৫০ মিলিয়ন (২২ কোটি ৩৫ লাখ) মার্কিন ডলার কেনা হয়েছে। এ ক্ষেত্রে প্রতি ডলারের কাট-অফ রেট ও বিনিময় হার নির্ধারণ করা হয়েছিল ১২২ দশমিক ৩০ টাকা।
তিনি আরও জানান, এর ফলে নতুন বছরের জানুয়ারি মাসে এ পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের মোট ডলার ক্রয় দাঁড়িয়েছে ৪১১ মিলিয়ন মার্কিন ডলারে। আর চলতি ২০২৫–২৬ অর্থবছরে এখন পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের মোট ডলার ক্রয় হয়েছে ৩ হাজার ৫৪৬ দশমিক ৫০ মিলিয়ন মার্কিন ডলার।
সংশ্লিষ্টরা বলছেন, আমদানি ব্যয় সামাল দেওয়া ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ ব্যবস্থাপনায় এই ডলার ক্রয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Leave a Reply