1. baiozidkhan@gmail.com : admin_bizp :
দশ প্রতিষ্ঠানকে পুঁজিবাজারে আনতে বৈঠকে বসছেন অর্থ উপদেষ্টা - Business Protidin

দশ প্রতিষ্ঠানকে পুঁজিবাজারে আনতে বৈঠকে বসছেন অর্থ উপদেষ্টা

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এবং সরকারের শেয়ার থাকা বহুজাতিক কোম্পানিগুলোকে পুঁজিবাজারে আনার উদ্যোগ নিয়েছে সরকার। প্রাথমিকভাবে ১০টি প্রতিষ্ঠানকে শেয়ারবাজারে তালিকাভুক্ত করার পরিকল্পনা করা হয়েছে। এ লক্ষ্যে এসব প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

বুধবার (৭ জানুয়ারি) বিকেল ৩টায় অর্থ মন্ত্রণালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বাছাই করা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে—কর্ণফুলি গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, কর্ণফুলি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো), নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড, পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড, সিনজেনটা বাংলাদেশ লিমিটেড, সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড, ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড, সিনোভিয়া বাংলাদেশ লিমিটেড, নোভার্টিস (বাংলাদেশ) লিমিটেড এবং নেসলে বাংলাদেশ পিএলসি।

বৈঠকে এসব প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তাদের আমন্ত্রণ জানানো হয়েছে। পাশাপাশি বাণিজ্য উপদেষ্টা, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা, শিল্প উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (অর্থ মন্ত্রণালয়) উপস্থিত থাকবেন। এ ছাড়া বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) চেয়ারম্যান, বিদ্যুৎ সচিব, জ্বালানি ও খনিজ সম্পদ সচিব, শিল্প সচিব ও বাণিজ্য সচিবকেও বৈঠকে থাকতে বলা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈঠক থেকে এসব কোম্পানিকে আইসিবির মাধ্যমে শেয়ারবাজারে শেয়ার ছাড়ার প্রস্তাব দেওয়া হবে। নতুন তালিকাভুক্তির মাধ্যমে পুঁজিবাজারে গতি ফেরানোই এই উদ্যোগের মূল লক্ষ্য।

জানা গেছে, তালিকাভুক্তির জন্য নির্বাচিত ১০টি প্রতিষ্ঠানের মধ্যে কয়েকটি পুরোপুরি রাষ্ট্রায়ত্ত, আবার কয়েকটি বহুজাতিক কোম্পানি—যেগুলোতে সরকারের স্বল্প পরিমাণ শেয়ার রয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, ‘আমরা প্রতিষ্ঠানগুলোর শীর্ষ কর্মকর্তাদের শেয়ারবাজারে আসার বিষয়ে আগ্রহ জানাতে বলবো। একই সঙ্গে তারা তালিকাভুক্ত হতে কী ধরনের সহায়তা চান, সেটিও জানতে চাওয়া হবে।’

তিনি আরও বলেন, সরকারের অংশীদারত্ব রয়েছে—এমন বহুজাতিক কোম্পানিগুলোকে শেয়ারবাজারে আনার পাশাপাশি কিছু লাভজনক রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানকেও দ্রুত তালিকাভুক্তির আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

এর আগে গত বছরের ১১ মে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে তাঁর বাসভবন যমুনায় পুঁজিবাজারের সার্বিক অবস্থা পর্যালোচনা ও উন্নয়নে করণীয় নির্ধারণে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে বিএসইসির চেয়ারম্যান, অর্থ উপদেষ্টা, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব উপস্থিত ছিলেন।

বৈঠকে প্রধান উপদেষ্টা পুঁজিবাজারের উন্নয়নে একাধিক নির্দেশনা দেন। এসব নির্দেশনার আলোকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ইতোমধ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে এবং সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে একাধিক বৈঠক করেছে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com