নিজস্ব প্রতিবেদক: সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির অন্তর্বর্তীকালীন বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ’র সাবেক সদস্য মইনুল ইসলামকে। এ ছাড়াও কোম্পানিটির অন্তর্বর্তীকালীন বোর্ডের স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সাবেক গ্রেড-১ কর্মকর্তা মো. জাফর ইকবাল এনডিসি।
গত বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের পরিচালক (উপসচিব) আহম্মদ এহসান উল হান্নান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
চিঠিতে বলা হয়েছে, সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির অন্তর্বর্তীকালীন বোর্ডের চেয়ারম্যান প্রচলিত বিধি-বিধান অনুসরণ করে অন্তর্বর্তীকালীন বোর্ড গঠন করবেন।
তবে এই বোর্ড গঠনের ক্ষেত্রে সোনালী লাইফের দায়ের করা সকল রিট মামলা প্রত্যাহার করতে হবে। সেই সাথে নিয়োগকৃত অডিট ফার্মকে অডিট করতে দিতে হবে। এসব শর্ত পরিপালনের বিষয়ে অন্তর্বর্তীকালীন বোর্ডকে একটি অঙ্গীকারনামা দিতে হবে এবং এই অঙ্গীকারনামা বোর্ড গঠনের ৭ দিনের মধ্যে আইডিআরএ’র কাছে দাখিল করতে হবে।
তবে চিঠিতে অন্তর্বর্তীকালীন বোর্ডে কারা থাকতে পারবেন বা সাসপেন্ডেড পরিচালনা পর্ষদের সদস্যরা থাকতে পারবেন কিনা সে বিষয়ে কোন ব্যাখ্যা দেয়া হয়নি।
Leave a Reply