নিজস্ব প্রতিবেদক: ন্যাশনাল লাইফের কর্মীরা আর্থিকভাবে অনেক স্বচ্ছল ও স্বাবলম্বী বলে মন্তব্য করেন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন।
তিনি বলেন, ন্যাশনাল লাইফ দেশের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি বিপুল কর্মসংস্থান সৃষ্টি করেছে। দেশব্যাপী ন্যাশনাল লাইফে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় দুই লক্ষ লোক কাজ করছে।
১৮ অক্টোবর কক্সবাজার লংবীচ হোটেলে সফল উন্নয়ন কর্মীদের অংশ গ্রহণে অনুষ্ঠিত দু’দিন ব্যাপী আয়োজিত মোটিভেশনাল কনফারেন্সের প্রথম দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
কোম্পানীর সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট বাহার উদ্দিন মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত কনফারেন্সে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ খসরু চৌধুরী, ডিএমডি এন্ড সিএফও প্রবীর চন্দ্র দাস, সহকারী ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবুল কাসেম ও মোঃ খুরশীদ আলম পাটোয়ারী। অনুষ্ঠানে প্রায় ৫ হাজার সফল উন্নয়ন কর্মকর্তা অংশ নেন।
মোঃ কাজিম উদ্দিন আরও বলেন, কতিপয় কোম্পানী সময় মতো বীমা দাবী পরিশোধ করতে না পারায় জনমনে বীমার প্রতি বিরূপ ধারণা সৃষ্টি হচ্ছে। আইডিআরএ এই সংকট উত্তরনে কঠোরভাবে কাজ করছে।
দাবী পরিশোধে ন্যাশনাল লাইফের শতভাগ ভূমিকা বীমার প্রতি মানুষকে আগ্রহী করে তুলছে। বীমা দাবী পরিশোধে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য বিগত বছরের মতো ন্যাশনাল লাইফ আগামীতেও জাতীয় পুরস্কার লাভ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
Leave a Reply