বিশেষ প্রতিনিধি: পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি দেশের প্রথম বেসরকারি জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফের লাইফ ফান্ড দাঁড়িয়েছে ৫ হাজার ৩০১ কোটি টাকা। যা এ খাতের দ্বিতীয় সর্বোচ্চ।
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) সূত্রে এ তথ্য জানা গেছে
কোম্পানির সূত্রে জানা যায়, ২০২৩ সালের হিসাবে ন্যাশনাল লাইফ বিশাল অঙ্কের এই ফান্ড থেকে সরকারি ট্রেজারি বন্ড ও শেয়ারে ২ হাজার ৬৪৪ কোটি টাকা বিনিয়োগ করেছে। যা মোট বিনিয়োগের ৫০ শতাংশ। এছাড়া কোম্পানিটি বিভিন্ন সম্পদে বিনিয়োগ আছে ৫ হাজার ৯৬৯ কোটি টাকা। যা সম্পূর্ণ নিরাপদ আছে।
এর মধ্যে শুধু গত ১ বছর অর্থাৎ ২০২৩ সালে লাইফ ফান্ডে জমা হয়েছে ৫০১ কোটি টাকা। মাত্র এক বছরে এমন সাফল্য বীমা খাতের জন্য দারুণ চমক।
জানা যায়, কোম্পানিটির এর আগের বছর অর্থাৎ ২০২২ সালে কোম্পানিটির লাইফ ফান্ড ছিলো ৪ হাজার ৮০০ কোটি টাকা। তার আগের বছর লাইফ ফান্ড ছিলো ৪ হাজার ৩৮৫ কোটি টাকা।
তথ্য মতে, ২০২৩ সাল শেষে দেশে কার্যক্রম চালানো ৩৫টি জীবন বীমা কোম্পানির লাইফ ফান্ড বা জীবন তহবিল দাঁড়িয়েছে ২৯ হাজার ৫৮১ কোটি টাকা।
জীবন বীমা কোম্পানি ন্যাশনাল লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. কাজিম উদ্দিন বিজনেস প্রতিদিনকে বলেন, লাইফ ফান্ডে কখনো আমাদের এক টাকার জন্যও হাত দিতে হয় নাই। পুরো লাইফ ফান্ড নিরাপদ বিনিয়োগে রয়েছে।
Leave a Reply