1. baiozidkhan@gmail.com : admin_bizp :
ঋণখেলাপি গ্লোবাল ইন্স্যুরেন্সের চেয়ারম্যান শওকত রেজা - Business Protidin

ঋণখেলাপি গ্লোবাল ইন্স্যুরেন্সের চেয়ারম্যান শওকত রেজা

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

বিশেষ প্রতিনিধি: জামিনদাতা ঋণখেলাপি হিসেবে বাংলাদেশ ব্যাংকের তালিকায় উঠে এসেছে গ্লোবাল ইন্স্যুরেন্স পিএলসির চেয়ারম্যান শওকত রেজা। বাংলাদেশ ব্যাংকের সিআইবি অনুসন্ধানে এমন তথ্য নিশ্চিত করা হয়।

চলতি বছরের ২৩ সেপ্টেম্বর বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রন কর্তৃপক্ষ (আইডিআরএ) থেকে গ্লোবাল ইন্স্যুরেন্সের চেয়ারম্যান শওকত রেজার সিআইবি অনুসন্ধানের জন্য গ্লোবাল ইস্যুরেন্স লিমিটেডে চিঠি প্রেরন করা হয়। বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক বদরুন্নাহার বর্ণ স্বাক্ষারিত এক চিঠি জবাবে আইডিআরএ উপ-পরিচালক মো: সোলায়মানকে এমন তথ্য নিশ্চিত করা হয়।

চিঠি সূত্রে জান যায়, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রন কর্তৃপক্ষের (আইডিআরএ) দাপ্তরিক কাজে ব্যবহারের নিমিত্তে তথ্য যাছাই প্রেরন করে বাংলাদেশ ব্যাংক। তাতে বলা হয়, বাংলাদেশে কার্যত সকল তফসিলী ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানি থেকে প্রাপ্ত সিআইবি ডাটাবেইজে সর্বশেষ রিপোর্টকৃত ঋণ তথ্যের ভিত্তিতে যাচিত গ্লোবাল ইন্স্যুরেন্স পিএলসির চেয়ারম্যান শওকত রেজা জামিনদাতা ঋণখেলাপি। তবে কোন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের ঋণের জামিনদার হিসেবে তিনি ঋণ খেলাপি তা জানায়নি বাংলাদেশ ব্যাংক।

বীমা বিশেষজ্ঞদের মতে, যদি কোনো বীমা কোম্পানির চেয়ারম্যান বা পরিচালক জামিনদার হিসেে ঋণখেলাপি হয়, তবে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) সেই কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। এমতাবস্থায় চেয়ারম্যানের ঋণখেলাপি হওয়া তার পরিচালক পদের বৈধতা বাতিল হতে পারে। কর্তৃপক্ষ এই বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখতে পারে বীমার স্বার্থে।

কর্তৃপক্ষ ঋণ খেলাপি হওয়া থেকে উদ্ভূত ঝুঁকির কারণে বীমা কোম্পানির স্থিতিশীলতা এবং গ্রাহকদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। আইন অনুযায়ী, বীমা কোম্পানির পরিচালক বা ঋণ খেলাপিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা কর্তৃপক্ষের রয়েছে।

জামিনদাতা ঋণখেলাপির বিষয়ে বক্তব্য নিতে গ্লোবাল ইন্স্যুরেন্সের চেয়ারম্যান শওকত রেজাকে একাধিকবার ফোন করলেও তিনি ফোন কেটে দেন। তাই তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের জয়েন্ট সেক্রেটারি এস এম নুরুজ্জামান বিজনেস প্রতিদিনকে বলেন, কোম্পানির পরিচালকদের অনেক বিষয়ে স্বচ্ছ থাকতে হয়। সেখানে কেউ যদি স্বচ্ছতা না দেখায় তাহলে তার জন্য তার নিয়ন্ত্রন কর্তৃপক্ষ রয়েছে। বীমার ক্ষেত্রে আইডিআরএ ও বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন তাদের তদারকি কর্তৃপক্ষ। কর্তৃপক্ষই করনীয় ঠিক করবেন তাদের অধিনস্ত প্রতিষ্ঠানের।

জানা যায়, শওকত রেজা দেশের একজন ব্যবসায়ী ও উদ্যোক্তা হিসেবে সুপরিচিত। রেডিমেড পোষাক ও টেক্সটাইল পণ্য আমদানি ও রফতানিতে কাজ করছেন তিনি। গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেডের উদ্যোক্তা পরিচালক এবং অ্যালিউর অ্যাপারেল লিমিটেড, ফ্যাশন প্লাস লিমিটেড, রেজা ফ্যাব্রিকস লিমিটেড, রেজা ফ্যাশন্স লিমিটেড, পদ্মা ব্লিচিং অ্যান্ড ডাইং লিমিটেড, পদ্মা উইয়েভিং লিমিটেড এবং পদ্মা ইয়ার্ন মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে রয়েছেন তিনি।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com