নিজস্ব প্রতিবেদক: বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) নতুন চেয়ারম্যান হলেন সাবেক সিনিয়র সচিব ড. এম আসলাম আলম।
সোমবার (০৯ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনে ড. এম আসলাম আলমকে তিন বছরের জন্য এ দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, অন্যান্য সকল প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যােগদানের তারিখ হতে ৩ বছর কিংবা তাঁর বয়স ৬৭(সাতষটি) বছর হওয়া পর্যন্ত সময়ের জন্য বীমা উন্নয়ন ও নিয়ন্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলাে।
চেয়ারম্যানের পারিশ্রমিক, ভাতা ও অন্যান্য শর্ত সম্পাদিত চুক্তির মাধ্যমে ঠিক করা হবে বলে এতে উল্লেখ করা হয়।
ড. এম আসলাম আলম আইডিআরএ চেয়ারম্যান পদে জয়নাল বারীর স্থলাভিষিক্ত হচ্ছেন।
এর আগে গত বৃহস্পতিবার আইডিআরএ সাবেক চেয়ারম্যান জয়নুল বারী পদত্যাগ করলে চেয়ারম্যানের পদটি শূন্য হয়ে যায়।
সাবেক সচিব জয়নুল বারী ২০২২ সালের ১৫ জুন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান। তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিলো ২০২৫ সালের ১৪ জুন।
২০১২ সালের নভেম্বরে এম আসলাম আলম আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব হিসেবে নিয়োগ পান। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় ২০১৬ সালের মার্চে তৎকালীন গভর্নর ড. আতিউর রহমানের সঙ্গে তাকেও সচিব পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল।
ড. এম আসলাম আলম বাংলাদেশ ইনস্টিটিউট ফর ইনফরমেশন লিটারেসি অ্যান্ড সাসটেইনেবল ডেভেলপমেন্টের (বিআইআইএলএসডি) চেয়ারম্যান এবং নির্বাহী পরিচালক ছিলেন।
সিভিন সার্ভিসের সাবেক এই কর্মকর্তা বাংলাদেশ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সেন্টার (বিপিএটিসি) এবং বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন একাডেমির রেক্টর হিসেবে এসডিজির জন্য জনসেবা সক্ষমতা উন্নয়নে অনুঘটক হিসেবে কাজ করেছেন।
তিনি বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের (বিএফআইডি) সচিব এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালন করেন।
ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক-৩ হিসেবে দায়িত্ব পালন রেছেন।
তিনি UNDP/UNOPS-এর সাথে চার বছর ধরে দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচির (CDMP) সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার হিসেবে কাজ করেছেন। এছাড়াও গ্রামীণ উন্নয়নের তিনি ভূমিকা রেখেছেন।
আসলাম আলম সরকারি পর্যায়ে বিশেষ গ্রন্থাগারের ডিজিটালাইজেশনে অনুঘটক হিসেবে কাজ করেছেন। তিনি অনেক মন্ত্রণালয়, বিভাগ এবং স্বায়ত্তশাসিত সংস্থার গ্রন্থাগারের ডিজিটালাইজেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি বাংলাদেশের তথ্য সাক্ষরতা আন্দোলনের পাশাপাশি চতুর্থ শিল্প বিপ্লবের জন্য সচেতনতা তৈরিতে অগ্রণী ভূমিকা পালন করছেন।
ড. আসলাম আলম অস্ট্রেলিয়ার সিডনিতে নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয় থেকে সামাজিক বিজ্ঞান এবং নীতিতে (পরিবেশ নীতি) পিএইচডি ডিগ্রি অর্জন করেন। পিএইচডি করার আগে তিনি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব জাপান (আইইউজে) থেকে আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতায় বিশেষায়িত করে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে এমএ করেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞানে এম.কম এবং বি.কম (সম্মান) ডিগ্রি অর্জন করেন। তিনি হার্ভার্ড কেনেডি স্কুলে এক্সিকিউটিভ এডুকেশন প্রোগ্রামসহ দেশ-বিদেশে বেশ কিছু পেশাগত প্রশিক্ষণ নিয়েছেন।
তিনি দেশে এবং বিদেশে বিভিন্ন একাডেমিক এবং পেশাদার সম্মেলন/সেমিনার/ওয়ার্কশপে অসংখ্য গবেষণাপত্র উপস্থাপন করেছেন।
Leave a Reply