নিজস্ব প্রতিবেদক: ছাত্র আন্দোলনে সংঘটিত হত্যা মামলার আসামি ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেডের সিইও আব্দুল খালেক মিয়ার দেশ থেকে পলায়নের শঙ্কায় তার বিদেশ গমন রোধ চেয়ে চিঠি দিয়েছে পুলিশ।
মামলার সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের স্বার্থে মামলার তদন্ত কর্মকর্তা গাজীপুরের গাছা থানার উপ-পরিদর্শক মোঃ লেবু মিয়ার আবেদনের প্রেক্ষিতে গাজীপুর মহানগর পুলিশের উপ-কমিশনার মোঃ আলমগীর হোসেন পুলিশের বিশেষ শাখার, বিশেষ পুলিশ সুপার (ইমিগ্রেশন) বরাবর এই চিঠি দিয়েছেন।
খালেকের পাসপোর্ট নম্বরসহ বিস্তারিত ব্যক্তিগত তথ্য উল্লেখ করে চিঠিতে বলা হয়েছে, আসামি খালেক এখন পলাতক রয়েছেন এবং তিনি যে কোনো সময় দেশ ত্যাগ করে পালাতে পারেন।
উল্লেখ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমন করতে সংঘটিত হত্যাকান্ডে ঈন্ধন ও অর্থ যোগান দেয়ার অভিযোগে ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা আব্দুল খালেক মিয়ার বিরুদ্ধে এই হত্যা মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply