নিজস্ব প্রতিবেদক: আগামী বুধবার (১ জানুয়ারি) বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র ১৭৭তম সভা অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল ১১টায় কর্তৃপক্ষের সভাকক্ষ-১ এ সভাটি আয়োজন করা হয়েছে। এতে সভাপতিত্ব করবেন কর্তৃপক্ষের চেয়ারম্যান ড. এম আসলাম আলম।
কর্তৃপক্ষের পরিচালক (গবেষণা ও উন্নয়ন) সুবীর চৌধুরী স্বাক্ষরিত এ সংক্রান্ত নোটিশেসংস্থার সকল সদস্যকে সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) পাঠানো ওই নোটিশে আরো বলা হয়, কর্তৃপক্ষের চেয়ারম্যান মহোদয়ের নির্দেশনা অনুযায়ী ১৭৬তম সভার বাস্তবায়ন অগ্রগতির প্রতিবেদন এবং ১৭৭তম সভার এজেন্ডাসমূহ প্রস্তুত করে সভা শাখায় প্রেরণ নিশ্চিত করতে হবে।
Leave a Reply