বিশেষ প্রতিনিধি: দেশে ব্যবসা পরিচালনা করা ৩৬টি জীবন বীমা কোম্পানির মধ্যে তৃতীয় প্রান্তিকে ৩টি কোম্পানি শতভাগ বীমা দাবি নিষ্পত্তি করেছে। এর মধ্যে অন্যতম আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।
এছাড়াও বাকি দুইটি কোম্পানিগুলো হলো- লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অব বাংলাদেশ বা এলআইসি বাংলাদেশ ও মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি।
বীমা কোম্পানিগুলোর নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রকাশিত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-সেপ্টেম্বর) অনিরীক্ষিত দাবি সংক্রান্ত প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, তৃতীয় প্রান্তিক শেষে ৩২টি জীবন বীমা কোম্পানির মোট অনিষ্পন্ন বীমা দাবির পরিমাণ দাঁড়িয়েছে ৩ হাজার ৩৯০ কোটি ৩২ লাখ ৪৫ হাজার ৬৮২ টাকা। আলোচ্য সময়ে মোট দাবি উত্থাপন করা হয় ৫ হাজার ৪৪৮ কোটি ৮১ লাখ ২৪ হাজার ৬০৮ টাকা। এরমধ্যে কোম্পানিগুলো পরিশোধ করেছে ২ হাজার ৫৮ কোটি ৪৮ লাখ ৭৮ হাজার ৯২৬ টাকা।
অবশিষ্ট একটি শান্তা লাইফ নতুন কোম্পানি হওয়ায় কোনো বীমা দাবি উত্থাপন হয়নি।
বীমা আইন ২০১০ অনুযায়ী, গ্রাহক কোম্পানিতে বীমা দাবির আবেদন করার ৯০ দিনের মধ্যে তা নিষ্পত্তি করতে হয়। কিন্তু মাসের পর মাস, বছরের পর বছর পার হলেও কিছু কোম্পানি দাবি পরিশোধ করছে না।
আলফা ইসলামী লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) নুরে আলম ছিদ্দিকী অভি বিজনেস প্রতিদিনকে বলেন, আমাদের গত ৫ বছরে একটিও অনিষ্পন্ন দাবি নেই। আমরা চেষ্টা করি ক্লেইম আসলে সাথে সাথে একদিনেই তা পরিশোধ করতে।
তিনি বলেন, আমরা কোন চেক দেই না সরাসরি গ্রাহকের অ্যাকাউন্টে প্রাপ্ত টাকা পাঠিয়ে দেই। যার ফলে কম সময়ে দাবি পরিশোধ সম্ভব হয়।
বীমা দাবি নিষ্পত্তির বিষয়টি নিয়ে আইডিআরএ’র মুখপাত্র জাহাঙ্গীর আলম বলেন, বীমা দাবি পরিশোধের জন্য কোম্পানিগুলোকে নিয়মিত আইডিআরএ তাগিদ দিচ্ছে। এরপরও যদি কোম্পানিগুলো দাবি পরিশোধে অগ্রণী না হয় তাহলে নিয়ন্ত্রক সংস্থার কাছে দুটি বড় বিকল্প আছে। হয় প্রশাসক নিয়োগ দেওয়া নয়তো কোম্পানির নিবন্ধন বাতিল করা। কিন্তু দ্বিতীয়টি বিভিন্ন কারণেই করা কঠিন।
তিনি বলেন, ইতিমধ্যে আমরা কোম্পানিগুলোর আর্থিক অনিয়মে জড়িত পরিচালকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়ে টাকা উদ্ধারের নির্দেশ দিয়েছি। দাবি নিষ্পত্তির জন্য এর আগে স্থায়ী সম্পদ বিক্রির নির্দেশও দেওয়া হয়েছে।
Leave a Reply