নিজস্ব প্রতিবেদক: দেশের বেসরকারি জীবন বীমা প্রতিষ্ঠান হিসেবে আলফা ইসলামি লাইফ ‘লাইফ ফান্ডে’ চমক দেখিয়েছে। কোম্পানিটি ২০২৪’র ডিসেম্বর ক্লোজিং পর্যন্ত ২২০ কোটি টাকার লাইফ ফান্ড দাঁড়িয়েছে।
জানা যায়, আলফা লাইফের পরিশোধিত মুলধন ১০০ কোটি টাকা। লাইফ ফান্ডের পরিমাণ ২২০ কোটি টাকার অধিক (অনিরীক্ষিত)। আলফা ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিকে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত ব্যাংক এফডিআর ও সরকারি ট্রেজারি বন্ডে বিনিয়োগ ১৬০ কোটি টাকা। লাইফ ফান্ডের বাকী টাকা গাড়ী এবং অ্যাসেট। শতভাগ ডিজিটালাইজেশন আলফা ইসলামি লাইফ। জীবন বীমা খাতের সর্বোচ্চ মূলধন নিয়ে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার জন্য কার্যক্রম প্রক্রিয়াধিন।
আলফা ইসলামি লাইফের সিইও নুরে আলম সিদ্দিকী অভি বিজনেস প্রতিদিনকে বলেন, আলফা লাইফ এদেশের মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। কারণ আমরা যথাসময়ে গ্রাহকের বীমার টাকা পৌঁছে দেই। বীমা খাতে যে অনাস্থা রয়েছে তার বড় অংশই দাবি পরিশোধ না করায়। তবে আমরা সেই জায়গায় নেই। দাবি পরিশোধে আমরা খুবই আন্তরিক।
উল্লেখ, দেশে বীমা কোম্পানিগুলোর নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কতৃপক্ষের (আইডিআরএ) অনিরীক্ষিত এক প্রতিবেদন থেকে জানা যায়, ৩৬ টি জীবন বীমা কোম্পানির মধ্যে মোট ৩টি কোম্পানি তৃতীয় প্রান্তিকে শতভাগ বীমা দাবি পরিশোধ করেছে। তার মধ্যে আলফা লাইফ অন্যতম।
Leave a Reply