নিজস্ব প্রতিবেদক: বিমা খাত প্রসঙ্গে এনবিআর চেয়ারম্যান বলেন, বিমা খাতের সুনামের অভাব আছে। এ খাতে গভর্নেন্সের (সুশাসন) জি-ও নাই।
উদাহরণ দিয়ে তিনি বলেন, অনেক বছর আগে আমার কাছে একজন সাংবাদিক এলেন। তিনি জানালেন একজন বিমা কোম্পানির কর্মকর্তা বাসায় থাকতে পারছেন না। গ্রাহকের পলিসি ম্যাচুরড হওয়ার পর কোম্পানি টাকা দিচ্ছে না। এই হলো ইন্স্যুরেন্স কোম্পানির অবস্থান।
সোমবার (১৭ মার্চ) আগারগাঁওয়ে এনবিআর ভবনে প্রাক বাজেট আলোচনায় বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের সভাপতি সাঈদ আহমেদ সংগঠনের পক্ষে বাজেট প্রস্তাবনা তুলে ধরেন।
সংগঠনটি কর্পোরেট কর হ্রাস করা, স্বাস্থ্যবিমার উপর ট্যাক্স কর্তন রহিত করা, অনলাইনভিত্তিক বিমা প্রিমিয়ামের উপর ভ্যাট ও করপোরেট কর রহিত করার প্রস্তাব জানিয়েছে।
বিমা কোম্পানিগুলো উন্নত দেশের মতো হেলথ কার্ডের প্রচলন করতে না পারায় সমালোচনা করে এনবিআর চেয়ারম্যান বলেন, হেলথ ইন্স্যুরেন্স ভালোভাবে দিতে পারলে বাংলাদেশের মানুষ হুমড়ি খেয়ে পড়বে।
Leave a Reply