নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের (বিআইএ) প্রেসিডেন্ট সাঈদ আহমেদ বলেন, আমিও একটি লাইফ বিমায় সম্পৃক্ত তবে আপনাদের (জেনিথ লাইফের) উপস্থিতি এবং আগ্রহ দেখে বুঝা যাচ্ছে কাজে আপনারা কত এক্টিভ। আপনাদের লিডার বা মুখ্য নির্বাহী কর্মকর্তাও একজন এক্টিভ ব্যক্তি। আমি তাকে যতটুকু জেনেছি যখনি কিছু বলা হয় তিনি কাজ শুরু করে দেন। এমন লিডার পাওয়া ভাগ্যের বিষয়।
তিনি বলেন, আমরা এসোসিয়েশনের দায়িত্বটাকে একটা যুদ্ধ হিসেবে নিয়েছি। বিমা খাতের উন্নয়নে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো। এনবিআরের চেয়ারম্যান সেদিন বিমা খাত নিয়ে হতাশা প্রকাশ করেছেন আমরা এই খাতের উন্নয়নে যা প্রয়োজন করবো। যাতে মানুষের মধ্যে হতাশা দুর হয়।
বুধবার (১৯ মার্চ) দিনব্যাপী রাজধানীতে ইআরএফ মিলনায়তনে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ম্যানেজারস্ কনফারেন্স ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বি এম ইউসুফ আলী বলেন, বিমা খাতের সমস্যা সমাধানে সময় দিতে হবে। সবাই বলে বিমা খাতের অবস্থা খারাপ আসলে কি তাই? আমাদের দেশের অর্থনীতি থেকেও কি বিমা খাতের অবস্থা খারাপ? আমি মনে করি কোম্পানিগুলোকে সময় দিতে হবে তাহলে সবাই গ্রাহকের টাকা দিতে সক্ষম হবে।
তিনি বলেন, ইতোমধ্যে আইডিআরএ একটা প্রস্তাব এসেছে বন্ড ছেড়ে টাকা সংগ্রহ করে গ্রাহকের বীমা দাবি পরিশোধের ব্যবস্থা করার জন্য। আমি এটার পক্ষে, এই উদ্যোগ বিমা খাতের জন্য সুফল বয়ে আনবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান এটিএম এনায়েত উল্যাহ, বিনিয়োগ কমিটির চেয়ারম্যান মোঃ ছায়েদুর রহমান, বাংলাদেশ কো-অপারেটিভ ইন্স্যুরেন্স কোম্পানির সিইও এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের (বিআইএফ) জয়েন্ট সেক্রেটারি জেনারেল নুরে আলম সিদ্দিকী।
সভায় সভাপতিত্ব করেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের জয়েন্ট সেক্রেটারি জেনারেল এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের নির্বাহী কমিটির সদস্য এস এম নুরুজ্জামান।
সভায় সারাদেশ থেকে বাছাইকৃত প্রায় ২ শতাধিক উন্নয়ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
Leave a Reply