নিজস্ব প্রতিবেদক: মুলমানদের ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে গত ৫ জুন থেকে টানা ১০ দিনের ছুটি শেষে আজ রোববার (১৫ জুন) থেকে পুনরায় শুরু হয়েছে বীমা খাতের অফিসিয়াল কার্যক্রম। দীর্ঘ ছুটি শেষে এরইমধ্যে কর্মমুখর হয়ে উঠেছে সরকারি বেসরকারি সকল বীমা অফিস।
বিভিন্ন বীমা কোম্পানিগুলোর অফিসে ঈদের ছুটি শেষে কোলাকুলি, কুশল বিনিময় এবং ঈদের শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে কর্মকর্তা-কর্মচারীরা শুরু করেছে কর্মযজ্ঞ।
এবছর মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল-আযহা উদযাপিত হয় গত ৭ জুন। এ উপলক্ষ্যে গত ৫ জুন থেকে ১৪ জুন পর্যন্ত টানা ছুটি কাটিয়েছেন সরকারি বেসরকারি সকল বীমা অফিসের কর্মকর্তা-কর্মচারীরা।
Leave a Reply