1. baiozidkhan@gmail.com : admin_bizp :
রোজায় সংকট ঠেকাতে থাইল্যান্ড থেকে আসছে ১ কোটি ৩৫ লাখ লিটার সয়াবিন তেল - Business Protidin

রোজায় সংকট ঠেকাতে থাইল্যান্ড থেকে আসছে ১ কোটি ৩৫ লাখ লিটার সয়াবিন তেল

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: আসন্ন পবিত্র রমজান মাসে ভোজ্যতেলের কৃত্রিম সংকট ও মূল্য অস্থিরতা ঠেকাতে থাইল্যান্ড থেকে ১ কোটি ৩৫ লাখ ৭৫ হাজার লিটার পরিশোধিত সয়াবিন তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। আন্তর্জাতিকভাবে সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) এ তেল কেনা হবে। সব ধরনের খরচসহ ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) গুদাম পর্যন্ত পৌঁছাতে প্রতি লিটারের দাম পড়বে ১৬২ টাকা ৬৩ পয়সা।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে সয়াবিন তেল ও মসুর ডাল কেনার এই প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

বৈঠক সূত্রে জানা গেছে, রমজানকে সামনে রেখে ভোজ্যতেলের সরবরাহ বাড়ানো ও বাজার স্থিতিশীল রাখতে বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিকভাবে ডিপিএমে সয়াবিন তেল কেনার সিদ্ধান্ত নেওয়া হয়। এ জন্য থাইল্যান্ডের প্রাইম কর্প ওয়ার্ল্ড কোম্পানি লিমিটেডের কাছ থেকে দরপ্রস্তাব আহ্বান করা হলে প্রতিষ্ঠানটি প্রস্তাব দাখিল করে। দরপত্র মূল্যায়ন কমিটি (টিইসি) যাচাই শেষে প্রস্তাবটি যোগ্য হিসেবে গ্রহণ করে।

সব প্রক্রিয়া শেষে টিইসির দরাদরির মাধ্যমে সুপারিশকৃত প্রতিষ্ঠানটির কাছ থেকে ১৭৮ কোটি ৪৭ লাখ ৩৯ হাজার ১৮৭ টাকায় উল্লেখিত পরিমাণ সয়াবিন তেল কেনার সিদ্ধান্ত হয়। দুই লিটারের পেট বোতলে চট্টগ্রাম বন্দর পর্যন্ত প্রতি লিটারের দাম ধরা হয়েছে ১৩১ টাকা ৪৭ পয়সা। পরবর্তীতে পরিবহনসহ অন্যান্য খরচ যোগ হয়ে টিসিবির গুদাম পর্যন্ত দাম দাঁড়াবে ১৬২ টাকা ৬৩ পয়সা।

সরকারি সূত্র জানায়, এই তেল খোলা বাজারে বর্তমানে সরকার নির্ধারিত দামের চেয়ে কম দামে এবং আমদানিমূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করা হবে। ফলে এ ক্ষেত্রে সরকারের কোনো ভর্তুকির প্রয়োজন হবে না।

এদিকে, বৈঠকে টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের জন্য ভর্তুকিমূল্যে বিক্রির লক্ষ্যে ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল কেনার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে এই ডাল কেনা হবে। এতে মোট ব্যয় হবে ৭১ কোটি ৮৭ লাখ টাকা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মসুর ডাল কেনার জন্য আহ্বান করা দরপত্রে পাঁচটি প্রতিষ্ঠান অংশ নেয়। এর মধ্যে কারিগরি ও আর্থিকভাবে চারটি প্রস্তাব যোগ্য বিবেচিত হয়। টিইসির সুপারিশে সর্বনিম্ন দরদাতা চট্টগ্রামের এম/এস পায়েল অটোমেটিক ফুড প্রসেসিং মিলসের কাছ থেকে প্রতি কেজি ৭১ টাকা ৮৭ পয়সা দরে ডাল কেনার সিদ্ধান্ত হয়।

এ ছাড়া বৈঠকে ঢাকার সোনারগাঁও সিডস ক্রাশিং মিলস লিমিটেড থেকে প্রতি লিটার ১৮০ টাকা ৮৫ পয়সা দরে ১ কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল কেনার একটি প্রস্তাব উপস্থাপন করা হলেও পরে বাণিজ্য মন্ত্রণালয় তা প্রত্যাহার করে নেয়।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com