1. baiozidkhan@gmail.com : admin_bizp :
ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের সিইও নিয়োগ পেলেন মোহাম্মদ সেলিম - Business Protidin

ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের সিইও নিয়োগ পেলেন মোহাম্মদ সেলিম

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৬ জুন, ২০২৪

নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজারে বিমা খাতে তালিকাভুক্ত ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা ( সিইও) নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার (২৪ জুন) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের নতুন সিইও হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ সেলিম। প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ সদস্যদের সম্মতিক্রমে ও আইডিআরএ-এর অনুমোদনের ভিত্তিতে নতুন সিইও নিয়োগ দেওয়া হয়। তবে তিনি কবে থেকে কোম্পানিটিতে কাজে যোগদান করেছেন তা উল্লেখ করা হয়নি।

ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ১৯৯৪ সালে। ‘এ’ ক্যাটাগরির এ কোম্পানিটির পরিশোধিত মূলধন ৮৩ কোটি ৮৮ লাখ হাজার টাকা। কোম্পানিটির মোট শেয়ার ৮ কোটি ৩৮ লাখ ৮০ হাজার ৫৮১টি।

এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের হাতে ৪১.১১ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ২৩.১৮ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৩৫.৭১ শতাংশ শেয়ার রয়েছে।

 

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com